‘নাইট ম্যারাথন’-এর আয়োজন করা হচ্ছে রাজ্যে। এই প্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের দৌড় হতে চলেছে। পুলিশের উদ্যোগে রাজ্যের প্রথম ‘নাইট ম্যারাথন’ হতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। পুলিশ জানিয়েছে, পর্যটন প্রসারের লক্ষ্য নিয়েই এই ‘নাইট ম্যারাথন’-এর আয়োজন করা হচ্ছে। আগামী ২২ তারিখে এই ‘নাইট ম্যারাথন’-এ পুরুষদের মতোই অংশ নেবেন মহিলারাও।
এখন সারা বছরই পর্যটক আসেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এক এক ঋতুতে রূপ বদলায় অযোধ্যা পাহাড়। বসন্তের সময়ে তার অন্য রূপ। পুরো এলাকা ঢেকে যায় পলাশ ফুলে। এমন সময়েই সেখানে পুলিশের অভিনব উদ্যোগ।
পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, গত বছর অযোধ্যা পাহাড়ে ম্যারাথনের আয়োজন করে একটি পর্যটন সংস্থা। তারা অবশ্য দিনেই ওই ম্যারাথন করেছিল। এ বার পুলিশের উদ্যোগে সেখানের রাতে ম্যারাথন হচ্ছে। এই নাইট ম্যারাথনের স্লোগান দেওয়া হয়েছে ‘রান ফর অ্যাডভেঞ্চার’।
কেন একদা মাওবাদীদের ঘাঁটিতে এই আয়োজন? তার ব্যাখ্যাও দিয়েছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, এখন সেখানে কোনও অশান্তি নেই। অযোধ্যা পাহাড় একেবারেই শান্ত। এখন সেখানে প্রতিদিনই আসছেন পর্যটকরা। এই পাহাড়কে আরও ভালোভাবে তুলে ধরতেই এই নাইট ম্যারাথনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ অযোধ্যা পাহাড়কে পর্যটন সহ সামগ্রিক দিক দিয়ে তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’ এই ম্যারাথনের কথা জানানোর পরেই পুলিশ ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ম্যারাথন শুরু হবে অযোধ্যা হিলটপ গ্রাউন্ড থেকে । আপার ড্যাম পর্যন্ত গিয়ে আবার হিলটপে এসে শেষ হবে এই দৌড়। ১৪ কিলোমিটার রাস্তায় এই ম্যারাথন হবে দুটি ক্যাটাগরিতে। জেনারেল এবং মহিলা বিভাগের প্রতিযোগিতায় সফলদের জন্য নগদ পুরস্কার ছাড়াও থাকছে মেডেল। জেনারেল ক্যাটাগরিতে নাম রেজিস্ট্রেশনের জন্য ৫০০ টাকা করে লাগলেও মহিলা বিভাগে লাগবে ৩০০ টাকা। রাজ্য পুলিশের ক্ষেত্রে রেজিস্ট্রেশন-র জন্য টাকা লাগছে না। রেজিস্ট্রেশন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।