এ বার কলকাতাতেও এটিএম জালিয়াতির অভিযোগ, প্রতারণার শিকার একাধিক গ্রাহক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম-এ। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন একাধিক গ্রাহক। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও টাকা বেরোয়নি মেশিন থেকে। বরং কার্ড লক হয়ে যায় এবং বহু চেষ্টা করেও তা বার করতে পারেননি গ্রাহকরা। এরপর তাঁরা একটি হেল্প লাইন নম্বরে ফোন করলে তাঁদের কিছু পরামর্শ দেওয়া হয়। কিন্তু তা মানার পরেই ধাপে ধাপে ওই গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যায়। সূত্রের খবর, একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন একই এটিএম ব্যবহার করে।
ফোনে টাকা কেটে নেওয়ার মেসেজ দেখে গ্রাহকরা বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে সার্ভে পার্ক থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই এটিএমটিতে কোনও সুরক্ষাকর্মী ছিলেন না। প্রাথমিক ভাবে তদন্তকারীদের সন্দেহ, এটিএম ক্লোনিং করে টাকা তুলে নেওয়া হয়েছে। যদিও ঠিক কী ভাবে এই জালিয়াতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ।
কলকাতার একটি এটিএম-এ এ ভাবে জালিয়াতির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এক নাকি একাধিকজন এই ঘটনার নেপথ্যে রয়েছে? উত্তর খুঁজছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এটিএম-এর সিসিটিভি ফুটেজও। তদন্তে নেমে সাইবার বিশেষজ্ঞদের নিচ্ছে পুলিশ।