হাসপাতালে জরুরি বিভাগের সামনে হঠাৎ বমি করে ফেলে এক শিশুকন্যা। অভিযোগ, তা পরিষ্কার করতে বাধ্য করা হয় শিশুর বাবাকে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সূত্রের খবর,অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শো-কজ় করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্বাস্থ্য ভবনে তলবও করা হয়। যদিও জেলা স্বাস্থ্য আধিকারিক এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এই গোটা ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার জ্বর ও বমির উপসর্গ থাকা মেয়েকে নিয়ে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বাবা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে হঠাৎ বমি করে ফেলে ওই শিশুটি। অভিযোগ, বমি পরিষ্কার করতে বাধ্য হয় বাবাকেই। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’)। ওই ভিডিয়োর কথোপকথনে শোনা যাচ্ছে, ‘হাসপাতালে সাফাইকর্মী না থাকরার জন্যই বমি পরিষ্কার করতে বলা হয়েছে।’
বুধবার রাতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন শিশুর বাবা। হাসপাতালের সুপার তারক বর্মন জানিয়েছিলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার জানিয়েছিলেন, রাতে সেই সময়ে কোনও সাফাই কর্মী ছিলেন না। জোর করে ওই ব্যক্তিকে দিয়ে বমি পরিষ্কার করানো হয়নি। তিনি জানিয়েছিলেন, তাঁর সন্তানের বমি তিনি নিজেই পরিষ্কার করে দেবেন।