এই সময়: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনে দু’টি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আর সে জন্যে আজ, শনিবার ও কাল, রবিবার মিলিয়ে অন্তত ২৯টি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন।
পূর্ব রেল জানাচ্ছে, হাওড়া ডিভিশনের দিয়াড়া ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজটি এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজটির রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে জন্যে আজ, শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনটি লোকাল ট্রেন বাতিল থাকবে।
কাল, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাতিল থাকবে ২৬টি লোকাল। শনিবারের বাতিল ট্রেনগুলি সম্পর্কে ডিভিশন জানিয়েছে, এ দিন ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল (রাত ১০:০৫–এ হাওড়া থেকে ছাড়ে), ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল (রাত ১১:০৫–এ হাওড়া থেকে ছাড়ে) এবং ৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল (রাত ১১টায় তারকেশ্বর থেকে ছাড়ে) বাতিল রাখা হচ্ছে।
রবিবার যে ট্রেনগুলি বাতিল রাখা হচ্ছে তার মধ্যে রয়েছে ছ’টি হাওড়া-তারকেশ্বর লোকাল। এই ট্রেনগুলি যথাক্রমে ভোর ৪:০৫, ৫:৩৫, ৫:৫৫, ৬:৩২, ৮:২৫ এবং ৯:০৫–এ হাওড়া থেকে ছাড়ে। রবিবার বাতিল থাকবে দু’টি হাওড়া–গোঘাট লোকালও (ভোর ৪:২২ ও ৭:২৫–এ হাওড়া ছাড়ে), বাতিল থাকবে দু’টি শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল (ভোর ৫:১৫ ও ৮:৩৩–এ ছাড়ে)।
বাতিল থাকবে সকাল ৭টার হাওড়া–আরামবাগ লোকাল ও ৫:৩৫–এর হাওড়া–হরিপাল লোকালও। ৮টি তারকেশ্বর–হাওড়া লোকালও বাতিল রাখার সিদ্ধান্ত হয়েছে। এই লোকালগুলির হাওড়া ছাড়ার কথা ছিল যথাক্রমে ভোর ৩:১০, ৪:৫০, ৫:৩৫, ৬:২০, সকাল ৭:০৫, ৭:৪০, ৭:৫৫ এবং ১১:১৫–য়। চলবে না ভোর ৪:১৫ ও সকাল ৭:২৫–এর তারকেশ্বর–শেওড়াফুলি লোকাল। চলবে না সকাল ৭:৩০–এর গোঘাট–হাওড়া লোকাল, ১০:২০–র গোঘাট–তারকেশ্বর লোকাল, ৮:৩৫–এর হাওড়া–আরামবাগ লোকাল এবং ৮:২৮–এর হরিপাল–হাওড়া লোকালও।