শীতের বিদায়ে বৃষ্টির সম্ভাবনা। বদলাচ্ছে আবহাওয়া। ফেব্রুয়ারিতে একাধিক বিয়ের তারিখ রয়েছে। ঠান্ডার আমেজে সাত পাকে বাঁধা পড়া, কবজি ডুবিয়ে খাওয়া, বিয়েবাড়ি নিয়ে হাজার এক পরিকল্পনা। কিন্তু সবটাই কি ভেস্তে দেবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত। তা চলবে ২০ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলাতে এই ‘অকাল বৃষ্টি’। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। ভোরে হালকা শীতবস্ত্র কিছু গায়ে দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এই শীতের আমেজ পাকাপাকি ভাবে গায়েব হতে শুরু করবে সোমবার থেকে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার বিকেলের পর থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা থাকবে আকাশ। ১৯ ফেব্রুয়ারি থেকে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিয়ের মরশুমে আবহাওয়ার এই বদল নিয়ে রীতিমতো উদ্বেগে বহু মানুষ। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে স্থায়ী ভাবে বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এ দিন থেকে পরিষ্কার হবে আকাশও। মোটের উপর চলতি মরশুমের মতো বিদায় নিতে চলেছে শীত।
সোম থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গড়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।