ছিল না মাথায় হেলমেট, ‘জয় রাইডে’ গিয়ে মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর
আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নতুন কেনা বাইক নিয়ে ‘জয় রাইডে’ গিয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত কৃষ্ণপুর-নিচুতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম পার্থ দাস (১৯) এবং প্রসেনজিৎ হালদার (২১)। দুই যুবকের বাড়িই লালগোলা থানার অন্তর্গত লস্করপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে পেশায় রাজমিস্ত্রি পার্থ এবং প্রসেনজিৎ নিজেদের মোটরসাইকেল নিয়ে লালগোলা বাজারের দিকে গিয়েছিল একটি খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন সারানোর জন্য।
ফোনটি দোকানে দেওয়ার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ‘জয় রাইডে’ বেরোয় বলে সূত্রের খবর। সন্ধ্যা নাগাদ তারা যখন প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল সেই সময় কৃষ্ণপুর-নিচুতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে এবং দুই যুবকই রাস্তার ধারে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় পার্থ বা প্রসেনজিৎ কারোর মাথাতেই হেলমেট ছিল না। বাইক থেকে পড়ে গিয়ে দুই যুবকের মাথায় গুরুতর চোট লাগে।
স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত পার্থ দাসের দাদা রন্তু দাস জানিয়েছেন, ‘প্রসেনজিৎ এবং আমার ভাই খুব ভাল বন্ধু ছিল। মাঝেমধ্যেই দু’জন প্রসনজিতের বাইক নিয়ে ঘুরতে বেরোত। শুক্রবার সন্ধ্যা নাগাদ আমরা খবর পাই দু’জনেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে জানতে পারি দু’জনেরই মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা আমরা এখনও বুঝতে পারছি না। তবে দুর্ঘটনার সময় কারোর মাথাতেই হেলমেট ছিল না’। লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।