• চলবে পাওয়ার ব্লকের কাজ, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল বাতিলের সিদ্ধান্ত রেলের। জানা গেছে রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একাধিক কাজ হবে শিয়ালদহ শাখায়। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। বলা হয়েছে শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–লালগোলা, শিয়ালদহ–গেদে, শিয়ালদহ–হাবড়া, শিয়ালদহ–রানাঘাট, নৈহাটি–ব্যান্ডেল–সহ বহু ট্রেন বাতিল থাকবে শনি ও রবিবার। কোনও কোনও ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫ পর্যন্ত। আর আপ ট্রেনগুলি শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না।

    রেল জানিয়েছে, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। শনিবার বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে শিয়ালদহ–গেদে, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–শান্তিপুর, নৈহাটি–ব্যান্ডেল লোকাল। আর রবিবার বাতিল থাকবে শিয়ালদহ–হাবড়া (আপ ও ডাউন), শিয়ালদহ–গেদে (আপ ও ডাউন), শিয়ালদহ–রানাঘাট (আপ ও ডাউন), শিয়ালদহ–লালগোলা (আপ ও ডাউন), নৈহাটি–ব্যান্ডেল (আপ ও ডাউন), নৈহাটি–রানাঘাট (আপ ও ডাউন), কৃষ্ণনগর–লালগোলা (আপ ও ডাউন), কৃষ্ণনগর–আজিমগঞ্জ (আপ ও ডাউন), রানাঘাট–লালগোলা (আপ ও ডাউন), বারাসত–বনগাঁ (আপ ও ডাউন)।

    একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি একাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপ শিয়ালদহ–বনগাঁ একটি লোকাল শনিবার চলবে হাবড়া পর্যন্ত। রবিবার হাবড়া পর্যন্ত চলবে ৩টি লোকাল। অন্যদিকে, ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল বনগাঁর বদলে হাবড়া থেকে ছাড়বে। আপ ও ডাউন কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত যাবে। শিয়ালদহ–লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে চলবে রেজিনগর পর্যন্ত। আপ ও ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগরের বদলে রানাঘাট পর্যন্ত যাবে। 

    এদিকে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েকটি শিয়ালদহ–বনগাঁ লোকাল, বারাসত–বনগাঁ লোকাল ও লালগোলা–শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে কয়েকটি ট্রেন। 
  • Link to this news (আজকাল)