কলকাতায় ATM জালিয়াতি, কার্ড ব্যবহার করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন গ্রাহকরা
আজ তক | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতায় এটিএম জালিয়াতির ঘটনা ঘটল। প্রতারণার শিকার হলেন শহরের দুই গ্রাহক। অভিযোগ, যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের কাছে এসবিআইয়ের একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে তাঁরা টাকা খুইয়েছেন। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঠিক কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআইয়ের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েন দুই গ্রাহক। এটিএম কার্ড ব্যবহার করার সময় পিন দেওয়ার পরও টাকা বেরোয়নি। অভিযোগ, সেই সময় এটিএমের ভিতরে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করলে ফোনের ওপার থেকে এক ব্যক্তি নানা নির্দেশ দেন। সেইমতো মোবাইলের নানা অপশনে ক্লিক করেন গ্রাহকরা। তারপরই ধাপে ধাপে টাকা খোয়ান তাঁরা। এক মহিলার প্রায় ১ লক্ষ ও এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গিয়েছে।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
কলকাতায় এসবিআইয়ের মতো এটিএমে প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটিএম থেকে টাকা তুলতে হয় সকলকেই। সেই এটিএমের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠল। যেভাবে টাকা হাতানো হল, তাতে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্ক লাগোয়া নয় এবং রক্ষীহীন এটিএম থেকে টাকা না তোলাই ভাল। এটিএমে টাকা তুলতে পারদর্শী নন, এমন গ্রাহকদের সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কোনও লিঙ্কে যাতে ক্লিক না করেন গ্রাহকরা, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।