প্রচুর লোকাল ট্রেন বাতিল, শিয়ালদা ডিভিশনে ভোগান্তির আশঙ্কা
আজ তক | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে বেশ কিছু রুটে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। গোবরডাঙা স্টেশনে কাজ চলবে। পাশাপাশি, কাজ চলবে কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখা ও হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মধ্যে। এই কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদা-বনগাঁ, নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদা-গেদে, নৈহাটি-রানাঘাট-সহ একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। যার জেরে ভোগান্তিতে পড়তে পারেন নিত্যযাত্রীরা।