• আগামী সপ্তাহে সীমান্ত ইস্যুতে বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আগামী সপ্তাহে দিল্লিতে হতে চলেছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ষান্মাসিক  বৈঠক। সীমান্তে কাঁটাতার দেওয়া, বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা সহ বিভিন্ন প্রসঙ্গ বৈঠকে তুলবে নয়াদিল্লি। শুক্রবার প্রকাশিত সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। দু’দেশের মধ্যে চলতি সংঘাতের আবহে এই বৈঠকের আয়োজন নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।


    আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিরেক্টর জেনারেল স্তরের ৫৫তম এই বৈঠক হতে চলেছে। নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে হবে বৈঠকটি। গত বছর আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল। তারপর থেকে দু’তরফে মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। ভারতের তরফে বৈঠকের নেতৃত্বে থাকছেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। বিজিবির নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা ও দুই দেশের বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় স্থাপনের লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)