• শহরে আপাতত বজায় রয়েছে শীতের আমেজ, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কখনও পারদ নামছে, বইছে শীতল বাতাস। আবার কখনও চড়া রোদে হচ্ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গ থেকে শহরে এখন ঋতু পরিবর্তনের ফলে এই ঘটনাগুলিই ঘটছে। যার ফলে তাপমাত্রার ব্যাপক হেরফের ঘটছে। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। এদিনের আকাশ মূলত থাকবে পরিষ্কার। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮-২৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূল এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কাল, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তন হতে পারে।
  • Link to this news (বর্তমান)