• মিড-ডে মিলে সপ্তাহে আরও ২ দিন ডিম, পড়ুয়াদের জন্য বড় ঘোষণা রাজ্যের
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে অতিরিক্ত পুষ্টি তুলে দিতে বড় পদক্ষেপ রাজ্যের। স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিক্ষপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়াকে সপ্তাহে দু’দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে। আগে সপ্তাহে ১টি ডিম পড়ুয়াদের জন্য মিড ডে মিলে বরাদ্দ ছিল। তার সঙ্গেই এই অতিরিক্ত ডিমের সংযোজন।

    ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের পরেও ফান্ড অবশিষ্ট ছিল। আর সেই ফান্ড যাতে পড়ুয়াদের সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা যায় সেই জন্য এই সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তরের। ‘ফ্লেক্সি ফান্ড’ হিসাবে বরাদ্দ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা থেকে যে অতিরিক্ত অর্থ রয়েছে, তা থেকেই পড়ুয়াদের পাতে অতিরিক্ত ডিম তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও অর্থ থাকলে পুষ্টিকর ফলও পড়তে পারে পড়ুয়াদের পাতে। আর এর জন্য পড়ুয়া পিছু ৮ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

    সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেন, ‘আমরা চাই বছরভর পড়ুয়ারা পুষ্টিকর খাবার পাক। সরকারের উদ্যোগের যাতে বাস্তবায়ন হয় সে জন্য নজরদারিও দরকার। সমস্ত স্কুলগুলিতে যাতে তা বলবৎ হয়, সেই দিকে নজরদারি চালাতে হবে।’ উল্লেখ্য, চলতি অর্থবর্ষে সময় অত্যন্ত কম রয়েছে। আর সেই জন্য আপাতত ১১ দিন এই ডিম দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই উদ্যোগের ফলে পড়ুয়াদের পাতে মিড-ডে মিলে আরও পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব হবে বলেই মনে করছে শিক্ষক মহল।

  • Link to this news (এই সময়)