রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ গলব্লাডার অস্ত্রোপচারে রেকর্ড তৈরি হয়েছে। মাত্র পাঁচ দিনে ১৭৫টি অস্ত্রোপচার করা হয়েছে এসএসকেএম। দীর্ঘদিন ধরে অস্ত্রোপচারের অপেক্ষায় যাতে রোগীদের থাকতে না হয় সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছিল হাসপাতালের শল্যচিকিৎসকদের তরফে। এ বার এই কাজের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৫ ফেব্রুয়ারি X হ্যান্ডলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এসএসকেএম-এর এই সাফল্যের প্রশংসা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জমে থাকা গলব্লাডার অস্ত্রোপচারগুলি করাতে এই পদক্ষেপ। চিকিৎসকরা কোনও লক্ষ্য নিয়ে কাজ করলে কী করে দেখাতে পারেন এটা তার প্রমাণ।’
মমতা তাঁর পোস্টে লিখেছেন, ‘সব অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫ দিনে ১৭৫টি গলব্লাডার অপারেশন হয়েছে। এই সময়ের মধ্যেই ৩৯০টি অন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সব কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।’ জমে থাকা অস্ত্রোপচারের তালিকা শেষ করার জন্য বাকি সব হাসপাতালকে এসএসকেএম-এর মডেল মেনে কাজ করার জন্য জানিয়েছেন তিনি।
এসএসকেএম-এর জেনারেল সার্জারি বিভাগের প্রধান অভিমন্যু বসুর নেতৃত্বে ১৫ জন চিকিৎসকের উদ্যোগে এই কাজ হয়েছে। দীপ্তেন্দ্র সরকারের মতো সিনিয়র সার্জেনরাও এই কাজে সামিল হয়েছিলেন। বড় অস্ত্রোপচারগুলির জন্য তুলনায় ছোট গলব্লাডারের অস্ত্রোপচারের দিনক্ষণ পেতে দেরি হয়। রোগীদের যাতে আর অপেক্ষা না করতে হয় সেই কারণেই এই পদক্ষেপ করেছেন এসএসকেএম-এর চিকিৎসকেরা।