• বর্ধমানের ভাতার, আউসগ্রামে পোলট্রি মুরগির মড়ক, কারণ নিয়ে ধোঁয়াশা
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • পূর্ব বর্ধমান জেলার ভাতার ও আউসগ্রামে অজানা রোগে পোলট্রি মুরগির মড়ক। মাথায় হাত খামার মালিকদের। কেন মুরগিগুলি মারা যাচ্ছে তা স্পষ্ট নয়। প্রাণী বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, কারণ কোনওভাবেই বার্ড ফ্লু নয়। প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, কোন কোন এলাকায় কেন খামারের মুরগিগুলি মারা যাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

    পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রামে বহু খামারেই গত কয়েকদিন ধরেই মুরগিতে মড়ক লেগেছে। খামার মালিকরা জানাচ্ছেন, প্রথমে ঝিমুনিতে আক্রান্ত হচ্ছে মুরগিগুলি। কয়েকদিন পরে মারা যাচ্ছে তারা। ছোট-বড় সমস্ত মুরগিই এতে আক্রান্ত হচ্ছে। 

    এ দিকে, এই এলাকায় বেশিরভাগ খামারই লিজে নিয়ে সেখানে মুরগি চাষ করেন অনেকে। ফলে আচমকাই মুরগি মারা যাওয়ায় আর্থিক ক্ষতি মুখে পড়তে হয়েছে বহু পোলট্রি ব্যবসায়ীকে। রোগের প্রাদুর্ভাব কমাতে এই মৃত মুরগিগুলিকে নিয়ম মেনে মাটিতে পুঁতে দিচ্ছেন গ্রামবাসীরা। 

    এই ঘটনায় প্রাণী চিকিৎসক পার্থ সরকার জানান, পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর কোনও ঘটনা এখনও পর্যন্ত নথিভুক্ত হয়নি। আবহাওয়ার পরিবর্তন, আলো কম-বেশি হওয়া, সঠিক ওষুধ বা পরিচর্যার অভাবে মুরগি মারা যেতে পারে। 

    মুরগি মারা যাওয়ার এই ঘটনা প্রসঙ্গে বর্ধমান জেলার প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। তবে যাবতীয় পরীক্ষা করার আগে কিছু বলা সম্ভব নয়। খাবারের ছত্রাকের কারণে এই মুরগিগুলির মৃত্যু হতে পারে। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ফলে ভাইরাল ইনফেকশনও মুরগি মৃত্যুর কারণ হতে পারে বলে। রিপোর্ট খতিয়ে দেখে এ প্রসঙ্গে কোনও তথ্য জানানো সম্ভব।’ 

  • Link to this news (এই সময়)