• কুম্ভস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে উত্তর ২৪ পরগনার পুণ্যার্থীদের গাড়ি
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • পুণ্যস্নান সেরে কুম্ভমেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। আহত চালক-সহ ৫ জন। পূর্ব বর্ধমানের গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে শনিবার এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    পুলিশ সূত্রে খবর, ২৬ জন পুণ্যার্থীকে নিয়ে একটি ট্রাভেলার গাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিল। মহাকুম্ভ ঘুরে অযোধ্যার রামমন্দির হয়ে উত্তর ২৪ পরগনায় ফিরছিলেন পুণ্যার্থীরা। গলসি সাঁকো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের সার্ভিস লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। ঘটনায় আহত হন চালক-সহ ৫ জন পুণ্যার্থী। দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চালক-সহ তিন জনকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি পুণ্যার্থীদের বাড়ি পাঠানোর জন্য অন্য গাড়ির ব্যবস্থা করেছে পুলিশ।

    গাড়িতেই ছিলেন সবিতা বিশ্বাস নামে এক যাত্রী। তাঁরও আঘাত লাগে। নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল বলে জানান তিনি। অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সবিতা বলেন, ‘গাড়িটা জাতীয় সড়কে কিছু একটার সঙ্গে ধাক্কা মেরেছে বুঝতে পেরেছিলাম। মনে হচ্ছিল ধাক্কা মারতে মারতে আসছে। আমরা সকলে চিৎকার করে গাড়িটা থামাতে বলছিলাম। আমার মনে হয়েছিল আর বোধহয় বাঁচব না। তার পর জানি না কী হলো। বিকট শব্দে গাড়িটা থামল।’ ট্রাভেলারের সামনের দিকটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। তুবড়ে গিয়েছে ট্রাক্টরের সামনের অংশও।

  • Link to this news (এই সময়)