• এটিএম ভেঙে টাকা লুট, পালানোর আগে মেশিনে আগুন লাগাল দুষ্কৃতীরা ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুট। লুটের পর এটিএমটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ। পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে এটিএমটিতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর এটিএম মেশিনের সামনের দিকে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীরা সংখ্যায় বেশি ছিল, এমনটাই স্থানীয়দের মত। এমন জনবহুল এলাকায় সকলের নজর এড়িয়ে কীভাবে এটিএম ভেঙে লুট সেটা ভাবাচ্ছে অনেককেই।

    সাঁকরাইল থানা সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় কারা যুক্ত সেটা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এটিএমের সামনের রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশকিছু জিনিস। সেগুলো এটিএমের ভাঙা অংশ বলে মনে করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)