• হারিয়ে যাওয়া চার নাবালককে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ, ফের সাফল্য জাঙ্গিপাড়া থানার...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: স্কুলে ক্লাস করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল চার পড়ুয়া। পুলিশি তৎপরতায় ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের খুঁজে বার করা গিয়েছে। ফের সাফল্য পেল জাঙ্গিপাড়া থানা।

    পুলিশ সূত্রে খবর, গত বুধবার, ১২ ফেব্রুয়ারি বিকেলে বড়হোল উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের চার স্কুল পড়ুয়া স্কুলে ক্লাস করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন এবং স্থানীয়েরা মিলে গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজলেও তাদের খোঁজ মেলেনি। অবশেষে তাঁরা জাঙ্গিপাড়া থানার দ্বারস্থ হন। সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়া থানার পুলিশ কেস রুজু করে। শুরু হয় তল্লাশি অভিযান। যেহেতু নিরুদ্দেশ হওয়া পড়ুয়ারা কেউ ফোন ব্যবহার করে না, তাই তাদের খোঁজ পেতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি তথা এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা হয়। তাও খোঁজ মিলছিল না।

    পরবর্তীকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিখোঁজ চার নাবালককে হরিপাল থানা এলাকা থেকে উদ্ধার করে। দ্রুত পদক্ষেপ করে নাবালকদের উদ্ধার করায় উদ্বিগ্ন পরিবার তথা এলাকাবাসীগণ অত্যন্ত খুশি। জাঙ্গিপাড়া থানাকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)