• বাইকে ধাক্কা বিজেপি বিধায়কের গাড়ির, চাকদহে প্রবল উত্তেজনা
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম তিন জন। বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে চাকদহ ব্লকের নিখরগাছি খালপাড় এলাকায়। বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ধাক্কা মারে একটি বাইককে। ওই বাইকে ৩ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পরই ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হন বাইক আরোহীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    এই পথদুর্ঘটনার প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টার বেশি সময় আটকে পড়ে বিধায়কের গাড়ি। প্রতিবাদীদের দাবি, আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে বিধায়ক স্বপন মজুমদারকে। 

    খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। বিধায়ক স্বপন মজুমদার বলেন, "বাম্পারে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে, আমি তখনই গাড়ি থেকে নেবে গিয়ে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছি। প্রয়োজনে চিকিৎসার সব খরচ দিয়ে দেব।" 
  • Link to this news (আজকাল)