• রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বন্দুকের কারবার, গ্রেপ্তার কলকাতার নামী অস্ত্র বিপণন সংস্থার কর্মী...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি চালানোর ঘটনায় এবার আগ্নেয়াস্ত্রের মূল উৎস খুঁজে বের করল তারা। এসটিএফের অভিযানে উদ্ধার হয়েছে ১৯০টি পিস্তলের গুলি। কার্তুজগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। সেইসঙ্গে উদ্ধার হয়েছে নয়টি বারো বোরের কার্তুজ-সহ একটি দোনলা বন্দুক। ঘটনায় গ্রেপ্তার কলকাতার একটি নামী অস্ত্র ও কার্তুজ বিপণন সংস্থার এক কর্মচারী-সহ মোট চারজন। ধৃতরা আশিক ইকবাল গাজী, হাজি রশিদ মোল্লা, আবুল সেলিম গাজী এবং জয়ন্ত দত্ত বলে জানিয়েছে এসটিএফ।

    এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য জুড়ে কিছু কিছু জায়গায় গুলি চালানোর ঘটনায় অস্ত্রের উৎস খুঁজে বের করতে তদন্তে নামে তারা। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালানো হয় দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা এবং উত্তর ২৪ পরগণার মিনাখা থানার বিভিন্ন জায়গায়। চারজনকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে ধরা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় এই বিপুল গুলি ও বন্দুকের সন্ধান। জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতদের মধ্যে নদীয়ায় বাসিন্দা জয়ন্ত দত্ত কলকাতায় একটি নামী অস্ত্র বিপণন সংস্থার কর্মচারী। জয়ন্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে 'মাথা' বলে জানা গিয়েছে। 

    গ্রেপ্তার হওয়া বাকি তিনজনকে সে নানা সময় গুলি ও বন্দুকের যোগান দিত বলে অভিযোগ। এসটিএফের একটি সূত্র জানায়, 'আমাদের কাছে খবর আছে একাধিকবার জয়ন্ত এই গুলি ও বন্দুকের জোগান দিয়েছে। কীভাবে সে এই অস্ত্র পেত সেটাই এখন তদন্তের বিষয়।' অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার জীবনতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।
  • Link to this news (আজকাল)