• কঠিন অসুখ শিশুকন্যার, চিকিৎসার জন্য একমাসের বেতন তুলে দিল বৈদ্যবাটি পুরসভা
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: ছোট্ট শিশুকন্যার পরিবারের হাতে একমাসের বেতন তুলে দিল বৈদ্যবাটি পুরসভা। শিশুটির নাম, অস্মিকা দাস। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরসভার তরফে। অবশেষে সকলের বেতন একসঙ্গে তুলে দেওয়া হয় শিশুর পরিবারের হাতে। 

    জানা গেছে, আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়ার পর পুরপ্রধানের ২০ হাজার টাকা, উপপুরপ্রধানের ১৫ হাজার উ, পুরপারিষদ সদস্যেরা ১২ হাজার ও কাউন্সিলরদের ১০ হাজার টাকা ভাতা মিলিয়ে মোট দু' লক্ষ ৫১ হাজার টাকা সংগ্রহ করা হয়। তারপর স্থানীয় জনপ্রতিনিধিরা সেই উদ্যোগে সামিল হন। যুক্ত হন কিছু ব্যববসায়ী ও চাকরিজীবী হিতাকাঙ্ক্ষীরা। সকলের মিলিত অনুদান একত্রিত করে মোট ছ' লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

    এই প্রসঙ্গে বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেছেন, 'সকলে এগিয়ে এলে ছোট্ট অস্মিকার চিকিৎসার খরচের পথ অনেকটাই সহজ হবে। দ্রুত সুস্থ হয়ে উঠবে ওই শিশু।' পুরসভার এমন পদক্ষেপে খুশি স্থানীয়রাও। 

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)