• শহরে ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলে উঠল বাইপাসের গ্যারাজ, পুড়ে ছাই একাধিক গাড়ি 
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শনিবার সকালে বাইপাসের ধারে আরুপোতার একটি গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলতে দেখা যায় একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকার।

    গ্যারাজে থাকা একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যে গ্যারাজে আগুন লেগেছে তার পাশেই রয়েছে জনবসতি। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কোনও হতাহতের খবর নেই বলে জানা গেছে।

    আরুপোতা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। তারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয়রা জানিয়েছেন, আচমকা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। কাছে গেলে দেখা যায় একাধিক গাড়ি জ্বলছে। দমকল জানিয়েছে, গ্যারাজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

    স্থানীয় সূত্রে খবর, আরুপোতায় অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে গিয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

     
  • Link to this news (আজকাল)