• বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রের
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হাওড়া: কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। সেই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রের। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম রূপম শী (২০)। বাড়ি হাওড়ার বাগানান থানার বাঁটুল গ্রামে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ, শনিবার দুপুরে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। ওই কলেজের জুওলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল সে। শ্যামপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একাধিক খেলার আয়োজন করা হয়েছিল। রূপম ২০০ মিটার দৌড়ের বিভাগে নাম দিয়েছিল। কলেজ সূত্রে খবর, ওই বিভাগে অন্য প্রতিযোগীদের সঙ্গেই দৌড়েছিল রূপম। দৌড় শেষ হলে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের তলায় বসে সে। তারপরেই আচমকা রূপম অজ্ঞান হয়ে যায়। তাই দেখে কলেজের অন্য ছাত্ররা দ্রুত সেখানে যায়। প্রাথমিকভাবে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যদিও সেই প্রয়াসে তারা ব্যর্থ হয়। তারপরেই আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় কলেজে শোকের ছায়া নেমে এসেছে। স্থগিত করে দেওয়া হয়েছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও।
  • Link to this news (বর্তমান)