• ৫ দিনে ১৮৫টি অপারেশন, এসএসকেএমের ডাক্তারদের নজির
    দৈনিক স্টেটসম্যান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • পাঁচ দিনে মোট ১৮৫ জন রোগীর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করে নজির গড়লেন এসএসকেএম হাসপাতালের ১৫ জন চিকিৎসক। জানা গিয়েছে, প্রত্যেকটি অপারেশনই সফল হয়েছে। এই ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছে চিকিৎসকমহল। হাসপাতালের এই উদ্যোগে খুশি হয়েছেন রোগীর পরিজনরা। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশংসা করছেন সকলেই।

    হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, নানা কারণে এসএসকেএমে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এদিকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগীর চেয়ে বেশি সংখ্যক রোগীর অস্ত্রোপচার করা সম্ভব নয়। তাই চাপ কমাতে সকল চিকিৎসকরা মিলে একসঙ্গে একাধিক অপারেশন করার সিদ্ধান্ত নেন। এর জন্য হাসপাতালে নিয়মিত অপারেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও অপারেশন থিয়েটার তৈরি করা হয়। এর পর গত ৫ দিন ধরে চলে অপারেশন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অপারেশনগুলি করেন চিকিৎসকরা।

    চিকিৎসক সূত্রে খবর, ৫ দিনে ২০০টি রোগীর অস্ত্রোপচারের টার্গেট নেওয়া হয়েছিল। তবে ১৮৫ রোগীর সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এই রোগীদের মধ্যে ১৪ বছর বয়সি নাবালক থেকে শুরু করে ছিলেন ৮০ বছর বয়সি বৃদ্ধও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)