ইএম বাইপাস লাগোয়া গ্যারাজে আগুন, পুড়ে ছাই একাধিক গাড়ি
দৈনিক স্টেটসম্যান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ইএম বাইপাস লাগোয়া গ্যারাজে আগুন। পুড়ে ছাই একাধিক গাড়ি। দমকলের কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ আচমকা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন অনেকে। কাছে গিয়ে দেখতে পান, একের পর এক গাড়ি জ্বলছে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জায়গাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলেও খবর দেওয়া হয়।
দমকল সূত্রে খবর, শনিবার সকাল ১১টা ৮ মিনিট নাগাদ আরুপোতা থেকে তাদের কাছে ফোন যায়। সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলের উদ্দেশে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন। অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা হয়নি।
কয়েকদিন আগে নারকেলডাঙার বস্তিতে মাঝরাতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১৬টি ইঞ্জিনের চার ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও অগ্নিকাণ্ডে প্রাণ হারান একজন। ৪০ থেকে ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।