• জমি পাহারা দেওয়ার সময়ে আলুক্ষেতে ঢুকে পড়ল ভয়ংকর বুনো হাতি, ধেয়ে গেল চাষিদের দিকে! তারপর, উফ্...
    ২৪ ঘন্টা | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • অরূপ বসাক: হাতির আক্রমণে আহত হলেন দুই কৃষক। আহতেরা হলেন-- বছরপঞ্চাশের পরিমল মণ্ডল এবং ছাব্বিশের তরুণ অপু মণ্ডল। এঁদের বাড়ি মাল ব্লকের গজলডোবার সাত নাম্বার কলোনির কাটাঘর এলাকায়। সম্পর্কে দুজনে কাকা- ভাইপো। এদিন ভোর চারটা নাগাদ হাতির আক্রমণে আহত হন তাঁরা।

    কী ঘটেছিল? জানা গিয়েছে, গজলডোবার সাত নাম্বার কলোনি এলাকার কৃষিজমিতে ওঁরা আলু চাষ করেছিলেন। সেই জমির পাশেই ছোট একটা টংঘর বানিয়ে তাঁরা প্রতিদিন জমির আলু পাহারা দিতেন।

    এদিন ভোরে আপালচাঁদ জঙ্গল থেকে একটি মাকনা হাতি এসে আচমকা এই টংঘরটি ভেঙে ওলট-পালট করে দেয়। টংঘরের মধ্যে থাকা দুজনেই গুরুতর আহত হন। এরপর তাঁদের বাড়ির লোকজনেরা তাঁদের চিৎকার চ্যাঁচামেচিতে ছুটে আসেন। ততক্ষণে অবশ্য হাতিটি জঙ্গলে পালিয়ে গিয়েছে।

    এরপর বাড়ির লোকজন আহত দু'জনকে মালবাজার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসা চলছে দুজনের। জানা গিয়েছে, কাঠ ও প্লাস্টিক দিয়ে তৈরি টংঘরটি বাড়ির পাশেই থাকায় বড় ধরনের বিপদ ঘটেনি। কারণ, সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে তাঁদের উদ্ধার করতে পেরেছেন।

    তারঘেরা বন দফতরের রেঞ্জার কুণাল বর্মন বলেন, দুজন আহত হয়েছেন। তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। সরকারি নিয়মে বন দফতরের পক্ষ থেকে চিকিৎসা করানো হচ্ছে। জানা গিয়েছে, প্রতিদিন আপালচাঁদ জঙ্গল থেকে হাতি এসে এই এলাকায় আলুর জমিতে হানা দেয়। সেই আলুকে বাঁচাতেই হাতির রোষের মুখে পড়েন কাকা-ভাইপো।

  • Link to this news (২৪ ঘন্টা)