• ভ্যালেন্টাইনস ডে-তে ঘুরতে গিয়ে প্রেমিকে সঙ্গে বচসা! ‘আত্মঘাতী’ দশম শ্রেণির ছাত্রী
    প্রতিদিন | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: প্রেমদিবসের দিন প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে বচসা হয়েছিল নাবালিকার। বাড়িতে ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল দশম শ্রেণির ছাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। ঘটনায় বাকরুদ্ধ পরিবার ও প্রতিবেশীরা।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বাড়িরই ট্রাক্টর চালককের সঙ্গে। তবে সম্পর্কের কথা পরিবারের কেউই জানতেন না। ভালোবাসার দিন প্রেমিকের সঙ্গে চা বাগানে ঘুরতে যায় নাবালিকা। চালককের সঙ্গে নাবালিকাকে দেখে ফেলেন পরিচিত অনেকে। তা নিয়ে প্রেমিকের সঙ্গে বচসা হয় নাবালিকার। রাতে বাড়িতে এসে কীটনাশক খেয়ে নেয় সে। মেয়ে কীটনাশক খেয়েছে বুঝতে পেরে তাকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হয়।  তবে বাঁচানো যায়নি। রাতেই মারা যায় দশম শ্রেণির ছাত্রী।

    নাবালিকার বাবা জানিয়েছেন, বাড়ির ট্রাক্টর চালকের সঙ্গে গত দশদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়ে। শুক্রবার বিকেলে একটি চা বাগানে বেড়াতে যায় ওরা। সেখানে অনেকেই দেখে ফেলে। বাড়িতে ফিরে কীটনাশক খায় মেয়ে।” নাবালিকার প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযোগ পেয়ে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)