• রাজ্যে সক্রিয় অস্ত্র পাচার চক্র? মধ্যরাতে এসটিএফের অভিযান, জীবনতলায় উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ
    প্রতিদিন | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে জীবনতলায় হানা দিয়ে উদ্ধার করল ১৯৪ রাউন্ড কার্তুজ। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সঙ্গে অস্ত্র কারবারিদের যোগাযোগ আছে কি? উঠছে একাধিক প্রশ্ন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ইশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম। তদন্তকারীরা শুক্রবার রাতে আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেন। বাড়ির ভিতর অভিযান চালাতেই বেরিয়ে পড়ল ওই বিপুল পরিমাণ কার্তুজ। বাড়ির মালিক-সহ আরও তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান বলে জানা গিয়েছে।

    কোথা থেকে এল এই বিপুল পরিমাণ কার্তুজ? সেই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। ধৃতদের আজ শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কোথা থেকে এল এই কার্তুজ? বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে কি তাঁরা জড়িত? নাকি ধৃতরা নিজেরাই অস্ত্র কারকারি? ধৃতদের ধারাবাহিক জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। একাধিক ব্যক্তিও গ্রেপ্তার হয়েছেন। বাইরে থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র ঢুকছে সেই কথা জানাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ আরও সজাগ অস্ত্র উদ্ধারের ঘটনায়।

    অন্যদিকে, অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম আবুসিদ্দিক মোল্লা। বাড়ি রাধানগর-তারানগর পঞ্চায়েতের তারানগর গ্রামে। ওই দুষ্কৃতী হেতালবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সেসময় পুলিশ তাঁকে পাকড়াও করে। উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ।
  • Link to this news (প্রতিদিন)