কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের সঙ্গে হাজির হয়েছিলেন প্রাক্তনীরাও। এ যেন পুনর্মিলন উৎসব। কিন্তু তাল কাটল হঠাৎই। ২০০ মিটার দৌড়ে অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্র। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রের নাম রূপম শী (১৯)। তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এমন অপ্রত্যাশিত ঘটনায় শোকস্তব্ধ গোটা কলেজ।
রূপমের বাড়ি বাগনান থানার বাঁটুল গ্রামে। সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে জুওলজ়ি নিয়ে পড়াশোনা করতেন তিনি। শনিবার কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছিল। সেখানে বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছিলেন রূপম। এর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়। সেই দৌড়ই কাল হল!
কলেজের অধ্যক্ষ সব্যসাচী সেন জানান, ২০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার পর ট্র্যাকের পাশেই দাঁড়িয়েছিলেন রূপম। হঠাৎই মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সহপাঠী, কলেজের মেডিক্যাল টিম এগিয়ে আসে। অধ্যক্ষ জানান, রূপমের খিঁচুনির মতো হচ্ছিল। পরিস্থিতি ভালো নয় বুঝেই তাঁরা কলেজ থেকে ২ মিনিটের মধ্যে থাকা হাসপাতালে নিয়ে যান। তবে রূপমকে বাঁচানো যায়নি।
শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। গোটা ঘটনায় কলেজে শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনা চোখের সামনে দেখে বাকরুদ্ধ সহপাঠী থেকে প্রাক্তনীরা। মন খারাপ অধ্যাপকদেরও।