কয়েক সপ্তাহ ধরে পিঠের কাছে তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন মেটিয়াবুরুজের বাসিন্দা শেখ হাসিবুল (২১)। ধীরে ধীরে বাম পা অসাড় হয়ে আসছিল। হাঁটাচলা বন্ধ হয়ে যায়। নির্ভরশীল হয়ে পড়েন হুইলচেয়ারের উপর। লোকমুখে ‘সেবাশ্রয়-এর কথা শুনে চিকিৎসা করাতে আসেন যুবক। চিকিৎসকেরা জানান, মেরুদণ্ডে টিউমার রয়েছে তাঁর। খবর পেয়েই হাসিবুলের চিকিৎসার দায়িত্ব নেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ ফেব্রুয়ারি কলকাতার নামী হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে হাসিবুলের।
ফলতায় স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু হোক বা বিষ্ণুপুরের পানাকুয়া গ্রামের কৃতি মান্না। ‘সেবাশ্রয়’ থেকে খবর পেয়ে বারবার অসহায়দের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিষেক। তেমনই হাসিবুলের মুখেও হাসি ফোটানোর জন্য দ্রুত পদক্ষেপ করেন তৃণমূল সাংসদ।
শনিবার হাসপাতালে হাসিবুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। প্রাণবন্ত হাসিবুলের ছবি শেয়ার করে অভিষেক সমাজমাধ্যমে লেখেন, ‘আজ যখন ওঁর সামনে দাঁড়ালাম, ওঁর নিখাদ আনন্দ আর আশা দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। আমি নিশ্চিত খুব শীঘ্রই হাসিবুল নতুন শক্তি নিয়ে জীবনের পথে হাঁটবে।’
সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে অভিষেকের সংযোজন, ‘বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই অসাধারণ চিকিৎসক দলকে, যাঁদের দক্ষতা ও নিষ্ঠা এই আশাকে বাস্তবে রূপ দিয়েছে। হাসিবুলের এই লড়াই শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, এটি সেবাশ্রয়ের মূল দর্শনকেই প্রতিফলিত করে।’
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। বর্তমানে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। শনিবার পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ ৭০ হাজার মানুষ এই স্বাস্থ্য শিবিরগুলি থেকে পরিষেবা পেয়েছেন।