• জমি নিয়ে বাবা-কাকার ঝামেলা, প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • বাবা-কাকার শরিকি বিবাদ প্রাণ কাড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। মৃতের নাম সুকান্ত দেবনাথ (১৬)। আলিপুরদুয়ার-২ ব্লকের চাপরেরপার-১ গ্রামপঞ্চায়েতের চালনিরপাক এলাকায় সুকান্তদের বাড়ি। সুকান্তর বাবা ও কাকার মধ্যে দীর্ঘদিনের ঝামেলা। শুক্রবার রাতে সেই ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, বাঁশ নিয়ে মারামারি শুরু হয় দুই পরিবারের মধ্যে। এরই মাঝে পড়ে রক্তাক্ত হয় সুকান্ত। রক্তাক্ত হয় সুকান্তর কাকা, কাকিমাও। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    এ দিকে শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, তাদের কাছে সুকান্তর আহত হওয়ার খবর আসে শনিবার সকালে। পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র সুকান্তর স্কুল থেকেই পর্ষদকে ঘটনা জানানো হয়। এর পরই ইমার্জেন্সি রেসপন্স টিম বা ইআরটি পাঠানো হয় আলিপুরদুয়ারের হাসপাতালে।

    পর্ষদ সূত্রে খবর, ওই ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য পর্ষদ ইআরটি পাঠালেও, সুকান্ত পরীক্ষা দেওয়ার অবস্থাতে ছিল না। ইআরটি হাসপাতালে পৌঁছলেও ছেলেটি তখনও অচৈতন্য। তার সিটি স্ক্যান করা হয়। কোচবিহারে রেফারও করা হয়েছিল। সেই মতো কোচবিহারে স্থানান্তরিতও করা হয় বলে খবর। কিন্তু ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাঁচানো যায়নি।

    স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্মল টুডু বলেন, ‘দুই শরিকের মধ্যে জমিকে কেন্দ্র করে বিবাদ বহু দিনের। আমার আগের জনপ্রতিনিধিরা যেমন ওই বিবাদ মেটাতে পারেননি, তেমন ভাবে আমিও ব্যর্থ হয়েছি।’ অন্য দিকে জেলা মাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক সৌভিক দে সরকার বলেন, ‘যেহেতু পরীক্ষা দিতে আসার সময়ে অথবা পরীক্ষা দিয়ে ফেরার সময়ে কোনও ঘটনা ঘটেনি, তাই আমরা বিষয়টিতে হস্তক্ষেপ করিনি।’ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানান, আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)