• আদালতে পেশের আগেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল অভিযুক্ত, শোরগোল এলাকায় ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আদালতে পেশ করার আগেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল এক যুবক। অভিযুক্ত বিকাশ কার্ফি বলে জানা গিয়েছে। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।‌ শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি আদালত চত্বরে। সন্ধে পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মত্ত অবস্থায় বেআইনি কাজের অভিযোগে বিকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে আদালতে নিয়ে আসা হয় পেশ করার জন্য। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে তাদের হেফাজত থেকে পালিয়ে যায় বিকাশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিজন ভ্যান থেকে নামিয়ে যখন তাকে 'কোর্ট লকআপে' নিয়ে যাওয়া হচ্ছিল তখনই পালিয়ে যায় বিকাশ। খবর পেয়ে আদালত চত্বরে আসেন পদস্থ পুলিশ কর্তারা। কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে গোটা বিষয়টি নিয়ে জানতে চান তাঁরা। খোঁজখবর শুরু হয় আশেপাশের এলাকায় এবং পার্শ্ববর্তী থানাগুলিকেও সতর্ক করে পুলিশ। 

    উল্লেখ্য, এর আগে ইসলামপুরে আদালত থেকে ফেরার সময় পথেই প্রিজন ভ্যান থেকে নেমে শৌচালয়ে যাওয়ার নাম করে পালিয়ে যায় এক বিচারাধীন অভিযুক্ত। বাধা দিতে গেলে তার গুলিতে জখম হন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আদালত চত্বরেই সে আগ্নেয়াস্ত্রটি জোগাড় করেছিল।
  • Link to this news (আজকাল)