• প্রেমের সপ্তাহে পাহাড়ে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষিতা আসানসোলের তরুণী ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেম দিবস উপলক্ষে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। সেখানেই তাদের হাতে ধর্ষিতা হলেন এক তরুণী। অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। ইতিমধ্যেই চার অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। এক অভিযুক্তের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

    আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, 'নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।'

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ওই তরুণী দীর্ঘদিন ধরেই আসানসোলের বার্ণপুরে মামার বাড়িতে থাকতেন। জানা গিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি মামাতো বোনের বন্ধুদের সঙ্গে বাঁকুড়ার শালতোড়ায় বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ওই বন্ধুদের দলে ছিল চার তরুণী ও চার তরুণ। অভিযোগ, চার তরুণ সেখানে তাঁকে ধর্ষণ করে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। 

    সন্দেহ হওয়ায় বাড়ির লোক তাঁকে জিজ্ঞাসা করলে তাঁদেরকে গোটা বিষয়টি জানায় ওই তরুণী। পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার এবং হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা আসানসোলের বাসিন্দা
  • Link to this news (আজকাল)