• ফের এটিএম জালিয়াতি, হেল্পলাইনে ফোন করে টাকার সঙ্গে কার্ডও হারালেন গ্রাহক...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার পর শিলিগুড়ি। ফের এটিএম জালিয়াতির শিকার হলেন গ্রাহক। প্রসেনজিৎ চক্রবর্তী নামে শিলিগুড়ির ভারত নগরের বাসিন্দার গচ্চা গিয়েছে ২০ হাজার টাকা। সেইসঙ্গে খোয়া গিয়েছে তাঁর এটিএম কার্ড। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

    জানা গিয়েছে, এদিন দুপুরে শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে যান তিনি। টাকা তুলতে গিয়ে আটকে যায় তাঁর কার্ড। তখন পাশেই হেল্পলাইন লেখা একটি নম্বরে ফোন করতেই তাঁকে একটি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়। 

    কিন্তু নির্দেশ মতো সেই ঠিকানায় গিয়ে কিছুই খুঁজে পাননি তিনি। ফিরে এসে দেখেন তাঁর কার্ড উধাও। কিছু একটা হয়েছে বুঝতে পেরে তিনি মোবাইল ফোনে তাঁর অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ২০ হাজার টাকা। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)