নিয়মিত শরীরচর্চা করতেন, কলেজের দৌড় প্রতিযোগিতার পরেই লুটিয়ে পড়লেন তরুণ, মর্মান্তিক পরিণতি
আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মর্মান্তিক দুর্ঘটনা। দৌড় শেষ করেই মাটিতে লুটিয়ে পড়লেন জুওলজি বিভাগের এক ছাত্র। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে সিদ্ধেশ্বরী কলেজে। মৃত কলেজ পড়ুয়ার নাম, রূপম শী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সি রূপমের বাড়ি হাওড়ার বাগনানের নুন্টিয়া এলাকায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের বার্ষিক ক্রীড়ায় ২০০ মিটার দৌড়ে নাম দেন। শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগিদের সঙ্গে ২০০ মিটার দৌড়ন। দৌড় শেষ করার পর গাছতলায় গিয়ে বসেন। তার কিছু সময়ের মধ্যেই মাঠিতে ঢলে পড়েন।
তখনই দ্রুত বন্ধুরা দেখে ছুটে আসেন। প্রাথমিকভাবে মনে করা হয়, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। সেই মতো চোখেমুখে ও মাথায় জল দেওয়া হয়। তাতেও জ্ঞান না ফেরায়, শিক্ষকদের চেষ্টায় দ্রুত স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর কলেজে পৌঁছলে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে। তরতাজা এক তরুণ নিয়মিত শরীরচর্চা করতেন। তারপরেও তাঁর মর্মান্তিক মৃত্যুতে হতবাক সকলে। ঘটনার তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন আধিকারিকরা। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।