ভাঙা হোক আরজি করের স্টুডেন্টস বডি এবং রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, অধ্যক্ষের কাছে জমা পড়ল ডেপুটেশন
আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের স্টুডেন্টস বডি এবং রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন ভেঙে দেওয়ার দাবি নিয়ে হাসপাতালের অধ্যক্ষ এবং এমএসভিপি'র কাছে ডেপুটেশন জমা দিল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (পিএইচএ) ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (ডব্লুবিজিডিএ)। এদিন অধ্যক্ষ ও সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে এই দু'টি সংগঠন। সূত্রের খবর, ডেপুটেশন গ্রহণ করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবিষয়ে আগামী মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা করা হবে।
এর আগে আরজি কর হাসপাতালে বিভিন্ন সরকার বিরোধী পোস্টার লক্ষ্য করা গিয়েছে। এদিনের বৈঠকে অধ্যক্ষ জানান, হাসপাতালে কোনওরকম সরকার বিরোধী কাজ হাসপাতাল কর্তৃপক্ষ সমর্থন করে না।
রাজ্যে এর আগে একটি স্যালাইন ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। এদিন এই দুই সংগঠনের তরফে ডেপুটেশনে উল্লেখ করা হয় সরকারি ছাড়পত্র পাওয়ার পরেও তাকে 'বিষ স্যালাইন' তকমা দিয়ে রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। যার পিছনে রয়েছে এক শ্রেণির অসাধু ব্যক্তির 'কমিশন' খাওয়ার চেষ্টা।
প্রসঙ্গত, শুক্রবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ তুলেছিলেন হাসপাতালের একাধিক অসাধু চক্রের বিরুদ্ধে এবং আরজি কর হাসপাতাল চত্বরে সরকার বিরোধী পোস্টার নিয়ে।