একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষেই গরমে পুড়বে বাংলা
আজ তক | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সকালে ও রাতে ঠান্ডা, বাকি সময় গরম। শীত প্রায় উধাও, বসন্ত দরজায় কড়া নাড়ছে। তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারি শেষ থেকে বাংলায় পুরো দস্তর গরম পড়ে যাবে। কলকাতায় আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং, এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে।
১৬,১৭ ও ১৮ তারিখ পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হবে। ২০ ও ২১ তারিখ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলাতে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে অন্য জেলাতেও।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার আগামী ২৪ ঘণ্টায় কোনও পরিবর্তন হবে না। ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সর্বনিম্ন বাড়বে।