‘বিশেষ সুবিধা’র দাবিতে রঘুনাথগঞ্জের স্কুলে বিক্ষোভ
বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, জঙ্গিপুর: বন্ধুরা পরীক্ষা দিতে গিয়ে ‘বিশেষ সুবিধা’ পাচ্ছে। তাদের কেন্দ্রে সেই সুবিধা মিলছে না। এনিয়ে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখায়। তাদেরও বিশেষ সুবিধা দেওয়ার বন্দোবস্ত করতে হবে বলে তারা দাবি জানায়। কোনও অনৈতিক সুবিধা দেওয়া হবে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ জানায়। শনিবার বিকেলে রঘুনাথগঞ্জের উমরপুরে এনিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভরত পরীক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়। বাইরে থেকে লোক নিয়ে তাদের মারধরের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মারধরে চার পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ছাত্রদের দাবি ও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসরকারি স্কুলের এক ছাত্র বলে, আমরা বেসরকারি স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। আমাদের দু’টি সরকারি স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। সামশেরগঞ্জের কেকেএস হাইস্কুলে আমাদের বন্ধুরা পরীক্ষা দিচ্ছে। তারা বিশেষ সুবিধা পাচ্ছে। কিন্তু, আমরা সূতির বাঙাবাড়ি হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে কোনও সুবিধা পাচ্ছি না। সেটাই আমরা স্কুলের সেক্রেটারিকে বলতে চেয়েছিলাম। তখন বাইরে থেকে লোক ডেকে আমাদের প্রচণ্ড মারধর করা হয়। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।