• জলঙ্গিতে বাজেয়াপ্ত ২৫ কেজি গাঁজা, ধৃত ১ বাংলাদেশি সহ দুই 
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: ছক ছিল ওপার বাংলায় গাঁজা পাচারের। সেই গাঁজার ডেলিভারি নিতে সীমান্ত টপকে ডেরায় পৌঁছেও গিয়েছিল এক বাংলাদেশি পাচারকারী। ওই বাংলাদেশি ও এক ভারতীয় পাচারকারী মিলে তখন ডেরায় চলছিল টাইট করে গাঁজার প্যাকেট বাঁধার কাজ। এমন সময় হঠাৎ হানা জলঙ্গি থানা পুলিসের। ভেস্তে যায় সবকিছু। পালানোর চেষ্টা করে দু’জনেই। যদিও তার আগেই গাঁজা সহ তারা ধরা পড়ে যায়। শুক্রবার গভীর রাতে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায় হানা দিয়ে ২৫ কেজি গাঁজা সহ ওই দু’জনকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিস। ধৃতদের নাম সফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন। শফিকুলের বাড়ি জলঙ্গিতে হলেও দেলোয়ারের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরে। শনিবার ধৃতদের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে, জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায় একটি বাড়িতে এক বাংলাদেশি ঘাঁটি গেড়ে আছে। তৎক্ষণাৎ সেখানে হানা দেয় জলঙ্গি থানা পুলিসের একটি টিম। সফিকুলের বাড়িতে হানা দিতেই দেখা যায় ঘরের মধ্যে দু’জনে গাঁজা প্যাকেট করছেন।
  • Link to this news (বর্তমান)