• মুর্শিদাবাদে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম স্ত্রী
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম টোটোন ঘোষ(৩০)। তাঁর বাড়ি রানাঘাটের সুভাষপল্লি এলাকায়। ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, রেজিনগরের লোকনাথপুরে ১২নম্বর জাতীয় সড়কে একটি অত্যন্ত দ্রুতগতির ট্রাক বহরমপুরের দিকে যাচ্ছিল। একই দিকে ওই দম্পতিও বাইকে চেপে যাচ্ছিলেন। স্ত্রীকে নিয়ে হাজারদুয়ারি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক ট্রাকের গায়ে পড়ে যান। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও তাঁর মাথায় গুরুতর চোট লাগে। তাঁর স্ত্রীও রাস্তায় ছিটকে পড়েন। পুলিস ও স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানেই চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। তাঁর জখম স্ত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর চালক ট্রাকটি রাস্তার ধারে ফেলে পালায়। পুলিস জানিয়েছে, ওই যুবকের দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জখম মহিলার চিকিৎসা চলছে।  
  • Link to this news (বর্তমান)