নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ভ্যালেন্টাইন্স ডে’তে প্রাক্তন প্রেমিকাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে এক যুবককে রাজনগর থানার পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম কৃষ্ণ কোনাই। অভিযোগ, ভালোবাসার ডাকে সাড়া না দেওয়ায় সে প্রাক্তন প্রেমিকা, তাঁর স্বামী ও সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তার জন্য পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল। শুক্রবার রাজনগর থানা এলাকার মুরাদগঞ্জের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস অভিযোগের ভিত্তিতে শনিবার কৃষ্ণকে গ্রেপ্তার করে। আজ, রবিবার তাকে আদালতে তোলা হবে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত কৃষ্ণর বাড়ি দুবরাজপুরের বৈদ্যনাথপুরে। তার সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ভালোবাসার সম্পর্কে ইতি পড়েছিল বহু আগেই। পরবর্তীতে ওই যুবতীর বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। বছর ছয়ের এক সন্তানও রয়েছে। সম্প্রতি কৃষ্ণ প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে। অভিযোগ, সে কিছুদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল। প্রাক্তন প্রেমিকের ডাকে সাড়া না দেওয়ায় প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির পরই প্রাণে মারার চেষ্টা করা হল বলে অভিযোগ।