• বিশ্বভারতীর সঙ্গীত ভবনে প্রথমবার পুনর্মিলন উৎসব
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা বোলপুর: ১০০বছরের ইতিহাসে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে প্রথমবার ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় শনিবার। এদিন সকাল সাড়ে ৬টায় সুসজ্জিত পোশাকে সমবেত শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা বৈতালিকে অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রীতি ও ঐতিহ্য মেনে সঙ্গীত ভবনের মূল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও বেদমন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপিকা আলপনা রায়, মঞ্জু মুখোপাধ্যায়, সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যক্ষ অশোক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষা ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রমুখ। উদ্বোধনের পর সঙ্গীত ভবনের প্রাক্তনীরা নাচ-গানের মাধ্যমে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দিনভর অনুষ্ঠানের পর সন্ধ্যায় সঙ্গীত ভবন প্রাঙ্গণকে আলোকমালায় সজ্জিত করেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। প্রথমবার পুনর্মিলন উৎসব আয়োজিত হওয়ায় এদিন রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরা সমবেত হয়েছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রত্যেকেই উচ্ছ্বসিত। আজ, রবিবার সঙ্গীত ভবনের বর্তমান ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
  • Link to this news (বর্তমান)