সংবাদদাতা, কান্দি: চারচাকা গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মা ও নাবালক ছেলে। শনিবার দুপুরে খড়গ্রাম থানার মাঝিপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। পুলিস জানিয়েছে, গাড়ি ও স্কুটিটি আটক করা হয়েছে। তবে চারচাকা গাড়ির চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গৃহবধূ রিমা মণ্ডল ছেলেকে স্কুটিতে নিয়ে রামপুরহাট থেকে খড়গ্রামের দিকে আসছিলেন।