• রেলের ওভারহেড তারে ঝলসে কিশোরীর মৃত্যু
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: ঝাড়খণ্ডের পাকুর থানার অধিনগর গ্রামে রেলের ওভারহেড তারে ঝলসে এক কিশোরীর মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম সাবিনা খাতুন(১৩)। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃতার বাবা, পেশায় দিনমজুর মানজারুল শেখ বলেন, মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে বাড়ির লাগোয়া রেল লাইনের ধারে যায়। পরে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে পড়ে। হঠাৎ মালগাড়িটি চলতে শুরু করলে সাবিনার শরীর ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে। গায়ে আগুন ধরে গিয়ে সে মালগাড়িতে পড়ে যায়। দেখতে পেয়ে আমি চিৎকার করে মালগাড়িটিকে দাঁড় করাই। এরপর মেয়েকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসি। কিন্তু ওকে বাঁচানো গেল না। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)