সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার সন্ধ্যায় সূতির মহালদারপাড়ায় একটি বাড়িতে হানা দেয় পুলিস। তল্লাশি চালিয়ে প্রায় ৬৪৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে পুলিস। যদিও পুলিসি উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বাড়ির মালিক। পুলিস তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বেশি কিছুদিন ধরে সে বাড়ি থেকেই গোপনে কাশির সিরাপের কারবার চালাত বলে পুলিস জানতে পেরেছে। পুলিস জানিয়েছে, ৬৪৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে। তাকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক গোপনে নিষিদ্ধ কাশির সিরাপের কারবার চালাত। চোরাইভাবে কাশির সিরাপ এনে সে বাড়িতে মজুত করে রাখত। তারপর এজেন্টের মাধ্যমে অল্প অল্প করে খদ্দেরদের কাছে পৌঁছে যেত। পুলিস খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয়। প্লাস্টিকের মোড়া কয়েক বাক্স কাশির সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কাশির সিরাপের বাজার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে।