• কলকাতায় 'প্রথম' বিলাসবহুল আবাসন! মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এফ রেসিডেন্সেস...
    ২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার একই ছাদের তলায় মিলবে বিলাশবহুল এবং ফ্যাশানেবল আবাসন। কলকাতায় প্রথমবার বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে চলেছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ। কলকাতায় নয় সমগ্র পুর্ব ভারতের মধ্যে এই প্রথম। গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি (FTV)-এর সঙ্গে এই বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।

    ফ্যাশন টিভি বিশ্বজুড়ে বিলাসবহুল জীবনযাপন ও ফ্যাশন সম্প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী সংস্থা হিসাবে পরিচিত। পোল্যান্ডের ওয়ারশ মাস্টার প্ল্যান, বালির ডায়মন্ড কাবানাস রেসিডেন্স অ্যান্ড রিসোর্টস এবং দুবাইয়ের ফ্যাশনজ-এর মতো প্রকল্পের অংশীদারিত্ব করার পর এবার পুর্ব ভারতের কলকাতায় মার্লিন গ্রুপের সঙ্গে তারা তাদের প্রথম বিলাসবহুল আবাসন তৈরি করছে। মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এই যুগান্তকারী পার্টনারশিপ কলকাতার রিয়েল এস্টেটের পালকে নতুন পালক জুড়বে। মার্লিন গ্রুপের 'মোর টু লাইফ' - (‘More to Life’) দর্শনের মধ্য দিয়ে শহরের মানুষদের বিশ্বমানের জীবনযাপনের সুযোগ এনে দিতে চলেছে। 

    এই নতুন আবাসন প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী সাকেত মোহতা বলেন, "কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস (F Residences) আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে।  প্রতিটি অ্যাপার্টমেন্ট এফ টিভির - FTV-এর ফ্যাশন স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।" ফ্যাশন টিভি গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী কাশিফ খান বলেন, এফ রেসিডেন্সেস (F Residences) শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক। মার্লিন গ্রুপের সঙ্গে আমাদের এই সহযোগিতা কলকাতার আবাসন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।"

    রাজাহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর নির্মিত মার্লিন গ্রুপের এই নবনির্মিত  এফ রেসিডেন্সেস- এর মধ্যে থাকছে অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ বিএইচকে এয়ার-কন্ডিশনড অ্যাপার্টমেন্ট, দ্বিস্তর বিশিষ্ট সুইমিং পুল যা কলকাতায় প্রথমবার। এক্সক্লুসিভ লাক্সারি ক্লাবহাউস, রুফটপ ক্লাউড ফরেস্ট ও আরো অনেক কিছু। প্রকল্পের প্রথম পর্যায়ে ১১টি টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যার প্রাথমিক মূল্য শুরু ১.২ কোটি টাকা থেকে। ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ৫-৬টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

    শনিবার কলকাতার অন্যতম বিলাসবহুল হোটেল J W Marriot-এ ছিল মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এফ রেসিডেন্সেসের লোগো লঞ্চিং। সেখানেই উপস্থিত ছিলেন, রুক্মিণী সিংহ F TV India'র ডিরেক্টর। তিনি জানান, 'দিন শেষে আমাদের (FTV এবং Merlin Group) চিন্তাভাবনা মিলেছে। এটা সবে শুরু। এছাড়াও আরও বহু ভালো ভালো কাজ আগামী দিনে আসছে।'  

  • Link to this news (২৪ ঘন্টা)