• শিলিগুড়িতে পুলিশের হাত ফসকে আদালত চত্বর থেকে পালাল অভিযুক্ত
    প্রতিদিন | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনার পুনরাবৃত্তি শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায়। শনিবার শিলিগুড়ি আদালত চত্বর থেকে পুলিশের হাত ফসকে পালিয়ে গেল এক অভিযুক্ত। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে পুলিশ মহলে। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক অভিযুক্তের সন্ধানে নেমেছে পুলিশ। এর আগে গোয়ালপোখরে আদালতে যাওয়ার পথে এভাবেই পালিয়েছিল কুখ্যাত এক দুষ্কৃতী। পরবর্তীতে তার খোঁজ পেয়ে পুলিশ আটকাতে গেলে সে পুলিশের উপর হামলা চালায়। এনকাউন্টারে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। ফের উত্তরবঙ্গের এই ঘটনায় ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল।

    জানা গিয়েছে, দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ বিকাশ কার্কি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল শুক্রবার। তার বিরুদ্ধে অভিযোগ, অশান্তি বাঁধিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তুলছিল। সেই অভিযোগ পেয়ে বিকাশকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে আনা হয়েছিল। পুলিশের গাড়ি থেকে তাকে নামানোর সময়ই পুলিশের হাত ফসকে সে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশের কর্তারা আদালতে পৌঁছন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই ব্যক্তিকে পালাতে দেখা যায়। অতিরিক্ত পুলিশ সুপার টি রবিন জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

    গত ১৮ জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ঘটেছিল এমনই ঘটনা। ধৃত দুষ্কৃতী সাজ্জাক আলম আদালতে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকে নামার পর পুলিশের উপর গুলি চালিয়ে বাইকে উঠে পালিয়ে যায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। পুলিশ তাকে আটকাতে পৌঁছয় সীমান্ত এলাকায়। পুলিশের বাধার মুখে পড়ে ফের সাজ্জাক গুলি চালায়। পালটা আত্মরক্ষায় এনকাউন্টার করে পুলিশ। তাতে মৃত্যু হয় করণদিঘির ‘ত্রাস’ সাজ্জাকের। পরে তার সঙ্গী আবদুল হোসেনও ধরা পড়ে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামগ্রিতভাবে নিরাপত্তা বাড়ানো হয় পুলিশ মহলের। কিন্তু তারপরও শিলিগুড়ি আদালতে ঘটল এই ঘটনা।
  • Link to this news (প্রতিদিন)