• শিক্ষা দুর্নীতির চার্জশিটে দিব্যেন্দুর নামে ক্ষোভপ্রকাশ জগন্নাথের, ফুঁসে উঠলেন শুভেন্দু! চরমে কোন্দল
    প্রতিদিন | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও রঞ্জন মহাপাত্র: রাজ্য বিজেপিতে ফের তোলপাড়। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ‌্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন। ওই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করে জগন্নাথের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টে রাজ্যের কোন নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছেন, সেই সম্পর্কিত একটি তালিকা দিয়েছিলেন তিনি। তালিকার প্রথমেই ছিল দিব্যেন্দুর নাম। দিব্যেন্দু ছাড়াও পোস্টে প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও নাম উল্লেখ করেন জগন্নাথ। দলের জাতীয় মুখপাত্রের তালিকাতেও রয়েছেন ভারতী। শুক্রবার রাতে জগন্নাথ পোস্টে সেইসঙ্গে লেখেন, কোনও সেটিং নেই, কেউ ছাড় পাবেন না। একটু সময় লাগতে পারে! এভাবে সরাসরি দলেরই এক নেতা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় আলোড়ন শুরু হয় বঙ্গ বিজেপিতে।

    রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, শুভেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপিতে একটা লবি যে সক্রিয়, তারই এবার বহিঃপ্রকাশ ঘটল। তুমুল বিতর্ক শুরু হওয়ার পরই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে অবশেষে শনিবার বিকেলে সোশ‌াল মিডিয়া থেকে ওই পোস্ট তুলে নেন জগন্নাথ। সূত্রের খবর, পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন চরম ক্ষুব্ধ শুভেন্দু। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন।

    প্রসঙ্গত আদালতে পেশ হওয়া নথিতে সিবিআই চাঞ্চল‌্যকর দাবি করেছে যে, প্রাথমিকে নিয়োগের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন একাধিক রাজনৈতিক নেতানেত্রী। সেই তালিকায় দিব্যেন্দু, ভারতীর পাশাপাশি আরও কয়েক জনের নাম রয়েছে, যাঁদের পাশে ‘এমএলএ’ লেখা। কিন্তু কেন বর্তমান বিজেপি নেতা-নেত্রীদের নাম থাকা সিবিআইয়ের তালিকাটি জগন্নাথ সোশ‌াল মিডিয়ায় পোস্ট করলেন, তা নিয়েই জল্পনা শুরু হয় গেরুয়া শিবিরে। বিজেপির বড় অংশই মনে করছে, শুভেন্দুকে চাপে ফেলতেই এই পোস্ট।

    এদিকে, বিজেপির রাজ‌্য সাধারণ সম্পাদকের এই পোস্ট রিপোস্ট করে আবার হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহা লিখেছেন, ”পশ্চিমবঙ্গের এই সমস্ত প‌্যারাসুটে করে নামিয়ে দেওয়া বিজেপি নেতাদের থেকে তৃণমূল অনেক ভালো।” পোস্টে শান্তনুর বক্তব‌্য, ‘‘জগন্নাথ চট্টোপাধ‌্যায় ইচ্ছাকৃতভাবে এই পোস্টটা দিলেন যেন শুভেন্দু অধিকারীকে একটু সমস‌্যায় ফেলা যায়। প্রথম নামটাই দিব্যেন্দু অধিকারীর। তারপরও যাঁদের নাম, তাদের কয়েকজন কেন্দ্রের আশীর্বাদে এখানকার নেতা। এটা বড় ষড়য়ন্ত্র করে করা হল। এখন মাননীয় সংঘচালক মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আছেন।’’

    শান্তনুর মতে, পোস্টটি সোশাল মিডিয়ায় দেওয়ার কোনও দরকার ছিল না। কিন্তু উদ্দেশ‌্য নিয়েই দিব্যেন্দু অধিকারীর নামটা দিয়ে পোস্ট করা হয়েছে। এসব বিজেপি নেতার হাতে পশ্চিমবঙ্গের ক্ষমতা এলে এ রাজ্যের ভবিষ‌্যৎ যে কী হবে, তা ভাবতেও ভয় লাগে বলে ফেসবুকে মন্তব‌্য করেছেন হিন্দু সংহতির সভাপতি।

    এদিকে, দিব্যেন্দু অধিকারীর আইনজীবীও লিগ‌্যাল নোটিস পাঠান জগন্নাথ চট্টোপাধ‌্যায়কে। দিবে‌্যন্দু অধিকারীর সন্মানহানির জন‌্য ইচ্ছাকৃতভাবে ও অসৎ উদ্দেশে এই পোস্ট করা হয়েছে বলে লিগ‌্যাল নোটিশে লেখা হয়েছে। অন‌্যদিকে, তাঁর নাম করে জগন্নাথের করা ফেসবুক পোস্ট নিয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর বক্তব‌্য, ‘‘নিজের ফেসবুক পেজে আমার নামে পোস্ট করার জন্যে আমার আইনজীবী শনিবার লিগ‌্যাল নোটিশ পাঠিয়েছেন। তারপরে আইন মোতাবেক ব‌্যবস্থা নেওয়া হবে।’’ নিয়োগ সুপারিশের তালিকায় বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নাম থাকা নিয়ে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ‌্য একটু বাঁচিয়েই মন্তব‌্য করেছেন। সুকান্তর বক্তব‌্য, ‘‘মানুষ হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। নেতারাও তাই, নেতারাও তো মানুষই। তৃণমূলে থাকলে তাঁদের তৃণমূলের পলিসি অনুসারে কাজ করতে হয়। তাই লিস্ট দিয়েছিলেন তাঁরা।’’
  • Link to this news (প্রতিদিন)