• বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার দুর্গাপুরের তরুণী, গ্রেপ্তার ২
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার হোটেলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। আসানসোল মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার প্রতিবাদে আসানসোলের বার্নপুর রোডে শনিবার প্রতিবাদ দেখায় বিজেপির স্থানীয় নেতৃত্ব। 

    জানা গিয়েছে, দুর্গাপুরে মামারবাড়িতে থাকেন ওই তরুণী। আসানসোলের একটি কলেজে পড়াশোনা করেন। গত ১৩ ফেব্রুয়ারি নিজের মামাতো বোনের বন্ধু বান্ধবীদের সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে যান ওই তরুণী। সেখানেই ওই তরুণীকে হোটেলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই তরুণী চিকিৎসাধীন রয়েছেন। 

    নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্ত চার যুবক পলাতক। শুক্রবার বাড়িতে ফেরেন ওই তরুণী। পরিবারের সদস্যরা পুরো বিষয়টি জানার তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ‘ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’

    এই ঘটনার প্রতিবাদে শনিবার আসানসোলের বার্নপুর রোডে পুলিশ লাইনে এসিপি সেন্ট্রালের দপ্তরের সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ৷ অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পুলিশ প্রশাসন সঠিক ভাবে তদন্ত করছে না। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। দোষীদের শাস্তি হোক। কিন্তু বিজেপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে। এই ধরনের রাজনীতি না করাটাই ভালো।’

  • Link to this news (এই সময়)