• রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ! কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের বিতর্ক! ফের কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। এবার চিকিৎসা করাতে আসা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফলে একের পর এক অভিযোগে জর্জরিত শান্তিপুর হাসপাতালের পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কীভাবে দেওয়া হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল সুপার। ঠিক কী ঘটেছে? হাসপাতাল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে চিকিৎসককে দেখানোর পর হাসপাতাল থেকেই তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। অভিযোগ, বাড়িতে এসে তিনি খেয়াল করেন একটি মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট দেওয়া হয়েছে। ২০২৩ সালে তৈরি সেই ওষুধের মেয়াদ পেরিয়ে গিয়েছে। শনিবার সকালেই তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আসেন হাসপাতালে। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানান। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। শান্তিপুরের বাসিন্দা রাম পাল বলেন, আমরা অনেকেই লেখাপড়া জানি না। আমাদের হাতে যদি এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়, তাহলে আমরা তো বুঝতেই পারব না। কেন বারবার শান্তিপুর হাসপাতালেই বিভিন্ন সমস্যা হচ্ছে, সেটা এবার সরকারের খোঁজ করে দেখা দরকার। বিষয়টি নিয়ে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন বলেন, দু’টি প্রেসক্রিপশন আমি দেখেছি। এরমধ্যে একটি প্রেসক্রিপশনের ক্ষেত্রে যে ওষুধের কথা বলা হচ্ছে, তা সেখানে লেখা নেই। তবে ওষুধটা সরকারের সাপ্লাই হওয়া ওষুধ। শুক্রবার সেটা ওই রোগীকে দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আমি কাউন্টারে খোঁজ করে দেখেছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ সব আগেই সরিয়ে নেওয়া হয়েছে। হতে পারে আগে তিনি এই ওষুধ পেয়েছিলেন হাসপাতাল থেকে। যদিও বিষয়টিকে হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি। আমাদের সিসিটিভি রয়েছে। তার ফুটেজ চেক করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত কী রিপোর্ট উঠে আসছে, তার উপরে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, প্রথমে এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে ‘অভয়া’ করে দেওয়ার নামে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে খোদ সুপারের বিরুদ্ধে। তারপর সম্প্রতি ইমারজেন্সিতে চিকিৎসা করাতে আসা এক শিশু বমি করে ফেলায় তা শিশুটির বাবাকে দিয়েই পরিষ্কার করানোর অভিযোগ ওঠে। এবার এই জোড়া বিতর্কের মাঝেই তৃতীয়বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে   শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।  


     (অভিযোগকারী ব্যক্তি।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)