• পটাশপুরে নালা তৈরির কাজে বাধা ঘিরে উত্তেজনা
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: সুষ্ঠু জলনিকাশির দাবিতে ঠিকাদারকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল। শনিবার পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড়কামারদায় ঘটনাটি ঘটে। এক সিভিক ভলান্টিয়ার পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁর সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নালা তৈরির কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। 


    স্থানীয় বাসিন্দাদের দাবি, ২৫বছর ধরে এই এলাকায় জলনিকাশির সমস্যা রয়েছে। প্রতিবছর জল জমে শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে নিকাশিনালা তৈরি শুরু হয়েছে। শনিবার কাজ শুরুর সময় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এই নালা ছ’ফুটের করার কথা। অথচ ঠিকাদার চার ফুটের কাজ করছেন। এতে বৃষ্টি হলে ফের নিকাশি সমস্যা দেখা দেবে। উত্তেজনার খবর পেয়ে পটাশপুর থানা থেকে এক সিভিক ভলান্টিয়ার আসেন। তিনি পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর ঠিকাদার কাজ বন্ধ করে দেন।


    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবারও তাঁরা এনিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। কিন্তু, স্থানীয় এক তৃণমূল নেতা প্রতিবাদ করলে তাঁদের হাত কেটে নেওয়ার হুমকি দেন। বিষয়টি শাসকদলের নেতা ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। নিকাশি সমস্যা মেটাতে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা বড় আন্দোলনে নামবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। কোনও সমস্যা থাকলে তা খতিয়ে দেখে তাড়াতাড়ি সমাধান করব।
  • Link to this news (বর্তমান)